পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি কাজী শামছুর রহমান ইকবাল ও তার স্ত্রী ফারজানা রহমান করোনা আক্রান্ত হয়েছেন।
গত ২১ জুলাই তিনি স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা প্রদান করেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রাপ্ত রিপোর্টে জানা গেছে, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ সংবাদ সংস্থার পটুয়াখালী জেলা প্রতিনিধি এবং পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল ও তার স্ত্রী ফারজানা রহমান করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা গ্রহণ করছেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা সুস্থ রয়েছেন।
পটুয়াখালীর সিভিল সার্জন ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম জানান, গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে প্রাপ্ত রিপোর্টে জেলায় নতুন করে ১২জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯৪১ জন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে জেলায় মৃতের সংখ্যা ২৭ জন।