করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল জাপান

করোনা: একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল জাপান

করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রামক রূপান্তরিত ধরন ওমিক্রনের দাপটে বিশ্বজুড়েই প্রতিদিন বাড়ছে কোভিডে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এর মধ্যেই মঙ্গলবার করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে জাপানে।

দেশটির জাতীয় টেলিভিশন নেটওয়ার্ক এনএইচকে জানিয়েছে, মঙ্গলবার জাপানে করোনায় মৃত্যু হয়েছে ২৩৬ জনের, যা মহামারির গত দুই বছরে দেশটিতে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত বছর ১৮ মে জাপানে করোনায় মৃত্যু হয়েছিল ২১৬ জনের। মঙ্গলবারের আগ পর্যন্ত সেটিই ছিল দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু।

এছাড়া এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ২২০ জন।

২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর থেকে এশিয়ার যেসব দেশ করোনায় সবচেয়ে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে আছে, সেসবের মধ্যে জাপান অন্যতম। সরকারি তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪০ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন এবং এই রোগে মারা গেছেন মোট ২০ হাজার ৭০১ জন।

ওমিক্রনের প্রভাবে গত জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সংক্রমণে ঊর্ধ্বগতি দেখা গেলেও গত কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণ ক্রমশ কমে আসছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা।

আপনি আরও পড়তে পারেন