আইপিএলে খেলতে প্রস্তুত হচ্ছেন সালমা-জাহানারা

প্রথমবারের মতো আইপিএল খেলতে যাওয়ার আগের দিনে ও রাতে দুই বেলা প্রস্তুতি নিচ্ছেন সালমা খাতুন। ট্রেইল ব্লেজার্সের হয়ে শুরুতেই বাজিমাত করতে চান বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। অন্যদিকে গত আইপিএলে ভেলোসিটির হয়ে ফাইনাল হারের দুঃসহ স্মৃতি এবার মুছতে চান জাহানারা। দুই দফা করোনা পরীক্ষায় ছাড়পত্র পেলে ২১ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দেয়ার কথা দুই নারী ক্রিকেটারের।

হোম অব ক্রিকেটে ফ্লাড লাইট জ্বালিয়ে অনুশীলন টাইগ্রেসদের। মেয়েদের সামনে স্থির কোনো টুর্নামেন্ট না থাকলেও সালমা-জাহানারার বিষয়টি ভিন্ন। সংযুক্ত আরব আমিরাতে আইপিএল খেলতে যাবেন তারা। ২১ অক্টোবর দেশ ছাড়ার কথা। তার আগে দুই দফা করোনা টেস্টে হতে হবে নেগেটিভ। সুখবর, প্রথম টেস্টে উতরে গেছেন দুজনই।

জাহানারার দ্বিতীয় হলেও সালমা এবারই প্রথম খেলতে যাচ্ছেন আইপিএলে। দলের নামও চূড়ান্ত। ট্রেইলব্লেজার্সের হয়ে লড়বেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক। ব্যাটিং-বোলিং অনুশীলনের পাশাপাশি ইনডোরেও জিমে সময় কাটাচ্ছেন।

প্রথমবার আইপিএল খেলতে গিয়ে ফাইনালে হেরে গিয়েছিলেন জাহানারা। এবারো খেলছেন ভেলোসিটির হয়ে। পেস বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটাও ভালো পারেন জাহানারা। ভারতের তারকা ক্রিকেটার মিতালি রাজের অধিনায়কত্বে খেলবেন। মরুর দেশে ভালো করতে মরিয়া টাইগ্রেস অলরাউন্ডার।

জাহানারা আলম বলেন, টুনামেন্টে খেলার জন্য আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। আশা করি, সেখানে গিয়ে ভালো কিছু করতে পারব।

৪ নভেম্বর ৩ দলের অংশগ্রহণে শুরু হবে নারী আইপিএলের দ্বিতীয় আসর।

আপনি আরও পড়তে পারেন