নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনকে অর্থদণ্ড

নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনকে অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার:

 ঢাকার নবাবগঞ্জে চলছে অবৈধভাবে ফসলি জমির মাটি উত্তোলন। এসময় মাটি উত্তোলন বন্ধে শনিবার (৯ জানুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম। 


জানা গেছে, উপজেলার চালনাই সড়কের পাশে চলছিল ফসলি জমি থেকে মাটি উত্তোলন। এলাকাবাসীর দেয়া তথ্য সূত্র মতে উপজেলা প্রশসসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷ অভিযানে যাওয়ার আগ মুহূর্তে স্পটে পৌঁছানোর আগেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় মাটি ব্যবসায়ীরা৷

এসময় সড়ক দিয়ে ঐস্থান থেকে মাটি নেওয়ার মাহেন্দ্র গাড়ি ও ৩ চালককে আটক করা হয়৷ এরপর গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র ও রোডে চলাচলে অনুমোদন না থাকায় সড়ক পরিবহন আইনে তাদের তিনজনকে ২১ হাজার টাকা অর্থদণ্ড দেন ম্যাজিস্ট্রেট৷ 


বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল ইসলাম প্রতিবেদককে জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলন সম্পূর্ণ বেআইনী৷ কেউ অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি করলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনী ব্যবস্থা৷ এমনকি অবৈধভাবে মাটি কাটার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে৷ 

আপনি আরও পড়তে পারেন