টুর্নামেন্টের শুরু থেকেই সবচেয়ে ফেভারিট দুই দল স্পেন ও ব্রাজিল। শেষ অবধি তারাই উঠেছে টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে। ইয়োকোহামা আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।
অনেকেই হয়তো খুঁজছেন বাংলাদেশ থেকে দেখার উপায়। টিভিতে দেখতে চোখ রাখতে হবে সনি টেন টু ও পিটিভি স্পোর্টসে। এছাড়া অনলাইনে সনি লিভ ও টফি অ্যাপে সহজেই দেখা যাবে অলিম্পিক ফুটবলের ফাইনাল।
গত মাসেই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল হেরেছে আর্জেন্টিনার কাছে। মাস না ঘুরতেই ফের আরেকটি অর্জনের সামনে লাতিন আমেরিকান এই দেশটি। এবার সোনার পদক জয়ের হাতছানি।
ব্রাজিল ফুটবলে টানা দ্বিতীয় স্বর্ণ জয়ের জন্য মুখিয়ে। আর স্পেন ২৯ বছর পর অলিম্পিক ফুটবলে সোনা জয়ের জন্য অধীর হয়ে আছে। সব মিলিয়ে উপভোগ্য লড়াইয়ের মঞ্চ তৈরি টোকিওতে। ব্রাজিলের টানা দ্বিতীয় সোনা নাকি ২৯ বছর অপেক্ষ ঘুচবে স্পেনের-উত্তর মিলবে আজই!