সাংবাদিকদের হয়রানি বন্ধে যা যা করণীয় সব করা হবে

কোনো সাংবাদিককে অন্যায়ভাবে হয়রানি করা হলে সেটি বন্ধের জন্য যা যা করণীয় তা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। 

রোববার (১০ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিসুল হক বলেন, বিচারপতি নিয়োগে আইনের বিষয়ে চিন্তাভাবনা আছে। অচিরেই বিচারপতি নিয়োগে আইন হবে। ষোড়শ সংশোধনীর মামলাটি রিভিউ পর্যায়ে আপিল বিভাগে রয়েছে। আমরা রিভিউ শুনানির জন্য দ্রুত আবেদন করবো।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার তদন্ত ও বিচার প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের ফৌজদারিতে তদন্তের ভার পুলিশের হাতে। তাই তদন্ত রিপোর্ট না পড়া পর্যন্ত পুলিশ বা প্রধান বিচারপতির সঙ্গে আলাপের বিষয় আসছে না। তবে আপনারা যেহেতু বলেছেন, সেহেতু এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি আলাপ করবো।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মোরসালিন নোমানীর সভাপতিত্বে মিট দ্য প্রেস সঞ্চালনা করেন সাধারণ সস্পাদক মসিউর রহমান খান।

 

আপনি আরও পড়তে পারেন