‘কোচিং সেন্টার বেআইনি, তারপরেও ইচ্ছা করলেই সব বন্ধ করে দেয়া যায় না’

'কোচিং সেন্টার বেআইনি, তারপরেও ইচ্ছা করলেই সব বন্ধ করে দেয়া যায় না'

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ২৯ মার্চ থেকে এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। বুধবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি।

এ সময় তিনি আরো জানান, এবারের এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১৫৭ জনকে আটক ও ৫২টি মামলা হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, কোচিং সেন্টার বন্ধ করার ক্ষমতা আমরা রাখি না। এটা দেখে আইন প্রয়োগকারী সংস্থা। আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

তিনি আরো বলেন, ‘আপনারা হয়ত অনেকেই জানেন না, হাইকোর্টের রায়েও আছে কোচিং সেন্টার, গাইড বই, নোট বুক সব বেআইনি। কিন্তু আমাদের দেশে অনেক অপরাধ হচ্ছে, ইচ্ছা করলেই সব বন্ধ করে দেয়া যায় না। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।

আইন প্রয়োগ করার ক্ষমতা তো আমাদের নেই। এটা অনেক কঠোরভাবে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment