আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ’

সারাদেশে নির্বিঘ্নে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘নিরাপত্তার জন্যে পুলিশ, র‍্যাব এবং গোয়েন্দা সংস্থা সবাই সেখানে কাজ করবে। প্রয়োজন সাপেক্ষে বিজিবি স্ট্যান্ডবাই থাকবে। প্রয়োজন হলে তারাও এসে সহযোগিতা করবে। সারাদেশে দেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সবাই যেন পালন করতে পারে তার জন্যে নিরাপত্তা বাহিনী সজাগ থাকবে।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment