অগ্নি নির্বাপণ মোটর সাইকেল পেল নেত্রকোনা

নেত্রকোনায় দ্রুত আগুন নেভাতে ওয়াটার মিক্সড টু হুইলার মোটরসাইকেল এসেছে। অগ্নিনির্বাপক ২৫০ সিসির ৩৩৫ কেজি ওজনের ১০ টি মোটরযান কাজ করবে জেলায়। অগ্নিকাণ্ডে সূচনালগ্নে সংকীর্ণ সড়কে দ্রুত গতিতে পৌঁছে যাবে এসকল গাড়ি। 

নেত্রকোনার ১০ উপজেলায় মোট ৭টি ফায়ার ষ্টেশন চালু রয়েছে। চালু-কৃত ফায়ার ষ্টেশনগুলোর মধ্যে রয়েছে নেত্রকোনা সদর, কেন্দুয়া, মোহনগঞ্জ, দূর্গাপুর, কলমাকান্দা, মদন ও আটপাড়া। এছাড়া বারহাট্টা ও পূর্ব-ধলায় ভবন নির্মাণের কাজ চলছে। 

 মানুষের দোরগোড়ায় এ সেবা পৌঁছে দিতে এসকল ফায়ার ষ্টেশনে এবার নতুন করে যোগ হয়েছে টু হুইলার অগ্নিনির্বাপক মোটর সাইকেল। 

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মোঃ ছায়দুল্লাহ জানান, দুর্গম এলাকায় ছোট সরু গ্রামের রাস্তাই থাকে বেশি। শহরেও অনেক গলিতে রয়েছে এমন। যেখানে দ্রুততার সাথে গাড়ি নিয়ে প্রবেশ করা যায় না। দুর্গম এলাকাগুলোর জন্যই তাৎক্ষণিকভাবে এবং ছোটখাট এক্সিডেন্ট বা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক একটি উপায়। যাতে করে খবর পাওয়ার সাথে সাথেই পৌঁছানো যায়। এজন্য এই অগ্নি নির্বাপকের ব্যবস্থা করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment