২২ ফেব্রুয়ারি থেকে বিধিনিষেধ থাকছে না

আগামী ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে করোনার বিধিনিষেধ আর থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। রোববার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যোগ দেন। মন্ত্রিপরিষদ সচিব জানান ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান করার বিষয়ে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।   আরও পড়ুন.. অনলাইন শপিং … জেনারেল উইন্ডো এসির দাম ও কোথায় পাবেন বাংলাদেশে ? সনি টিভি অফার | Sony showroom Bangladesh…

বিস্তারিত

২ ফেব্রুয়ারি শুভমুক্তি তানিন সুবহার “ভালো থেকো”

২ ফেব্রুয়ারি শুভমুক্তি তানিন সুবহার “ভালো থেকো”

তানিন সুবহার “ভালো থেকো”র শুভমুক্তি ২রা ফেব্রুয়ারি ২রা ফেব্রুয়ারি আসছে তানিন সুবহার “ভালো থেকো” “ভালো থেকো” সিনেমার শুভমুক্তি ২রা ফেব্রুয়ারি টাইগার মিডিয়ার প্রযোজনায় এবং গুনি নির্মাতা জাকির হোসেন রাজুর পরিচালনায় “ভাল থেকো” সিনেমাটি মুক্তি পাবে আগামী ২রা ফেব্রুয়ারি। আর এই সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের নতুন প্রজন্মের সেনসেশন তানিন সুবহা। তানিনের এই সিনেমাটি গত ২২শে ডিসেম্ভর মুক্তি পাওয়ার কথা থাকলেও ব্যাবসায়িক কারনে মুক্তির তারখি পিছিয়ে দেন কর্তৃপক্ষ। সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান “দি অভি কথাচিত্র” এবং নির্বাহী প্রযোজক জাহিদ হাসান অভি। ফেব্রুয়ারিতে চলচ্চিত্রটির মুক্তি উপলক্ষ্যে দারুন উচ্ছ্বাসিত মিষ্টি মেয়ে তানিন…

বিস্তারিত