অগ্নিদগ্ধ কারখানা যেন ভুতের বাড়ি

অগ্নিদগ্ধ কারখানা যেন ভুতের বাড়ি

নজরুল ইসলাম লিখন, রূপগঞ্জ ঃ অগ্নিদগ্ধ সেজান জুস কারখানায় এখন নেই আগের সেই কর্মচাঞ্চল্ল। যেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত কর্মযজ্ঞ, সেখানে এখন সুনশান নীরবতা। সন্ধ্যা নামলে কারখানার ভিতরে ভুতুরে পরিবেশ বিরাজ করে। মাঝে মধ্যে সরকারের বিভিন্ন সংস্থা পরিদর্শনে আসেন। এছাড়া মিডিয়াকর্মীরাও যান সময় করে। তাছাড়া সারাদিন ওই কারখানার কাছেও ঘেঁষেন না কেউ। লাশের পরিসংখ্যান নিয়েও ধু¤্রজাল তৈরি হয়েছে। ফায়ার সার্ভিস দাবি তুলেছেন ৪৯টি পোড়া মৃতদেহ উদ্ধার করেছেন তারা আবার পুলিশ মামলায় লিখেছেন ৪৮ জনের উদ্ধারের কথা। এদিকে নিখোঁজ কতজনের দাবি করা হয়েছে তার হিসেবও জানাতে পারেননি সংশ্লিষ্ট কেউ।…

বিস্তারিত