যথাযথভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

যথাযথভাবে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নির্দেশ

সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরের পরিকল্পনা বিভাগের এনইসি সম্মেলন কেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। শেখ হাসিনা বলেন, আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান, সেগুলো মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা এবং সেগুলোর বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যেন কোনোভাবে ব্যর্থ না হয়। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আরও পড়ুন.. অনলাইন শপিং … জেনারেল উইন্ডো এসির দাম ও কোথায় পাবেন বাংলাদেশে ? সনি টিভি অফার |…

বিস্তারিত

অন্তঃসত্ত্বা তবুও ভাটা পড়েনি প্রধানমন্ত্রীর দায়িত্বে

গর্ভধারণকালীন সময়ে একজন নারীকে শারীরিক মানসিক প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়। চাকুরিজীবী বা গৃহিণী সব নারীরিই এসময়টা বেশি বিশ্রাম প্রয়োজন। মায়ের গর্ভকালীন সময়ের জন্য সব দেশেই নির্ধারিত ছুটি রয়েছে। তবে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও বিশ্রামের ফুরসত পাচ্ছেন না নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে বেশিক্ষণ বিশ্রাম নিবেন? শুরুতে শরীরের অবয়ব ঠিক থাকলেও গর্ভকালীন সময় বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের গঠন পরিবর্তন হচ্ছে। আর মাতৃত্বের রূপ স্পষ্ট হয়ে ফুটে উঠছে। এমতাবস্থায় গত সোমবার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ইউরোপ গেছেন জাসিন্দা। ফ্রান্স, জার্মানি ঘুরে বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন তিনি। কষ্ট হলেও তা মানিয়ে নিয়েই নিজের কাজ করে চলেছেন জাসিন্দা। এ বিষয়ে তিনি বলেন, ‘শুরুর দিনগুলোতে সকালের দিকে বেশ অসুস্থ বোধ করতাম। তখন ব্যাপারটা কেউ জানতই না। এখন পায়ে ব্যথা একটু বেড়েছে, তবে তা কাজকর্মে প্রভাব ফেলছে না।’ প্যারিসে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় পায়ে ব্যথার জন্যই জুতো না পরে শুধু মোজা পরে ছিলেন তিনি। তার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘কিছুদিন পর হয়তো খুব বেশি চলাফেরা করায় কিছুটা অসুবিধে দেখা দিতে পারে। তবে এর জন্য যাতে বিশেষ কোনও অসুবিধে না হয়, সে বিষয়ে আমি সচেতন।’ গত অক্টোবরে নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন লেবার পার্টির ৩৭ বছর বয়সি এই নেত্রী। জানুয়ারিতে তার সন্তানসম্ভবা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে। তারপর থেকে কর্মরত মা হিসেবে রীতিমতো দৃষ্টান্ত হয়ে উঠেছেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থায়ও পুরোদমে রাষ্ট্রীয় কাজ করে যাচ্ছেন জাসিন্দা। আগামী জুন মাসে ছ’সপ্তাহের জন্য মাতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন তিনি। এর আগে ১৯৯০ সালে ক্ষমতায় থাকাকালীন মা হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন সময়ে মা হওয়ার ঘটনার নজির খুব কম।

গর্ভধারণকালীন সময়ে একজন নারীকে শারীরিক মানসিক প্রচণ্ড কষ্ট সহ্য করতে হয়। চাকুরিজীবী বা গৃহিণী সব নারীরিই এসময়টা বেশি বিশ্রাম প্রয়োজন। মায়ের গর্ভকালীন সময়ের জন্য সব দেশেই নির্ধারিত ছুটি রয়েছে। তবে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও বিশ্রামের ফুরসত পাচ্ছেন না নিউজ়িল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডার্ন। একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে বেশিক্ষণ বিশ্রাম নিবেন? শুরুতে শরীরের অবয়ব ঠিক থাকলেও গর্ভকালীন সময় বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের গঠন পরিবর্তন হচ্ছে। আর মাতৃত্বের রূপ স্পষ্ট হয়ে ফুটে উঠছে। এমতাবস্থায় গত সোমবার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে ইউরোপ গেছেন জাসিন্দা।  ফ্রান্স, জার্মানি ঘুরে বৃহস্পতিবার লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন…

বিস্তারিত