অন্ধকার থেকে ফেরা হলো না তানিয়ার

অন্ধকার থেকে ফেরা হলো না তানিয়ার

এক বছর আগে হজরত শাহজালালের (রহ.) মাজারে তানিয়া আক্তারকে দেখে প্রেমে পড়ে যান ইউসুফ খান মামুন। কয়েক মাসের প্রেমের পর ‘এতিম’ তানিয়াকে ‘বড় বোন’ রোকেয়া বেগমের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে তিনি বিয়ে করেন। মাস ছয়েক পর তিনি বুঝতে পারেন তানিয়া ‘অন্ধকার জগতের বাসিন্দা।’ আর তাকে ‘বিপথে’ নিয়ে গেছেন কথিত বড় বোন রোকেয়া। পাশাপাশি তানিয়ার আসল পরিচয় ও আগের বিয়ের কথাও জানতে পারেন মামুন। এ অবস্থায় স্ত্রীকে ‘রক্ষা করতে’ তিনি রোকেয়াকে খুনের সিদ্ধান্ত নেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৩০ মার্চ রাত ৮টা-৯টার দিকে মামুন ও তানিয়া নগরীর খারপাড়ায় রোকেয়া বেগমের বাসায় যান।…

বিস্তারিত