দিনাজপুরের মীর্জা লাল বেগের ২৫০ বছরের পুরনো ‘আওকরা’ মসজিদ,আজ ধ্বংসের দ্বারপ্রান্তে

 মাজেদুর,বিশেষ প্রতিবেদন: অযত্ন আর অবহেলায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার মীর্জার মাঠে অবস্থিত ২৫০ বছরের পুরনো ঐতিহ্য বাহী ‘আওকরা’ মসজিদ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এটি খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন ও ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থান হাসিমপুর-আংগারপাড়ার মীর্জার মাঠ নামক স্থানে অবস্থিত। তৎকালীন মীর্জা সাহেব মসজিদটি প্রতিষ্ঠার সময় কী নাম রেখেছেন তা এলাকার কেউই বলতে পারেন না। কোনো মানুষ মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় মসজিদের মধ্যবর্তী অংশে দাঁড়িয়ে কথা বললে একসময় জোরে প্রতিধ্বনি সৃষ্টি হতো। প্রতিধ্বনি শুনে মানুষ মনেকরতো মসজিদটি তাদের কথার উত্তর দিচ্ছে। এ থেকে এই মসজিদের নাম গ্রাম্য ভাষায়…

বিস্তারিত