আজ নবীনগরে মেঘনা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এম,পি

মোঃ দেলোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় স্হানীয় সাংসদ এবাদুল করিম (বুলবুল)  সাহেবের আমন্ত্রনে নবীনগর উপজেলার ধরাভাঙ্গা এম,পি টিলা হতে বরিকান্দি লঞ্চঘাট, হয়ে মানিনগর বাজার এবং চরলাপাং বাইশমোজা পর্যন্ত মেঘনার গর্ভে বিলীন হয়ে যাওয়া স্হান পরিদর্শন করেন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এম, পি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ইতি পুর্বে স্হানীয় সাংসদ এবাদুল করিম (বুলবুল)  সাহেবের প্রচেষ্টায় একটি অস্হায়ী প্রকল্প গ্রহণ করা হয়েছে আমি আমার মন্ত্রণালয়কে বিষয়টি পুনরায় অবহিত করে একটি স্হায়ী প্রকল্প গ্রহণ করার জন্য চেষ্টা…

বিস্তারিত