‘তারা মজা নিচ্ছে, নিক, আমি তাকাই না’

সাদিয়া জাহান প্রভা। ক্যারিয়ারের শুরু থেকে টিভি পর্দায় আলোচিত এই শিল্পী। তবে তিনি হয়তো চলচ্চিত্র পর্দার আলোচিত তারকা হতে পারতেন। দেশের অন্যতম আলোচিত ছবি ‘মনপুরা’তে অভিনয়ের কথা থাকলেও তা আর করা হয়নি।নতুন করে এমন তথ্যটি উঠে আসে ‘বাংলা ট্রিবিউন সেলিব্রেটি শো’তে উপস্থাপক বন্যা মির্জা এবং অতিথি প্রভার কথোপকথনের শুরুতে। ফেসবুকভিত্তিক জনপ্রিয় এ অনুষ্ঠান সরাসরি প্রচার হয় আজ (১০ জানুয়ারি) বিকাল চারটা থেকে।সেখানে তিনি ‌‘মনপুরা’ মিসিংয়ের গল্পটা বললেন এভাবে, ‘‘শুটিং শুরুর মাত্র ১১দিন আগে পরিচালক গিয়াস উদ্দিন সেলিম ভাইকে আমি ‘না’ করি। একটি শুটিংয়ের জন্য আমি যা যা চাই, তার সবই…

বিস্তারিত