দোহারে কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের। এজাহারভুক্ত ৯জন,আরোও অজ্ঞাত ৭/৮জন

মাহবুবুর রহমান টিপু, দোহার(ঢাকা)প্রতিনিধি: দোহার উপজেলায় কলেজ শিক্ষার্থী মো.ফয়সাল হোসেন(১৭)কে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় দোহার থানা পুলিশ ৯ জন কে এজাহারভুক্ত আসামী ও আরোও ৭/৮ জন অজ্ঞাতনামা করে ৩০২/৩৪ দ:বি:মামলা রুজু করেন।আসামীরা হলেন শ্রীনগর উপজেলার বরিবরখোলা গ্রামের খবির উদ্দিনের ছেলে আলামিন(২০) ও ইকবাল(২৪),সিদ্দিক মোল্লার ছেলে আশরাফুল(১৯) ও সোলায়মান(২৪),মজিদ খানের ছেলে ইউপি সদস্য মালেক মেম্বার(৪০),রমিজ উদ্দিনের ছেলে মমিন(৪০) ও শাওন(৪৭),শেখ নান্নুর ছেলে রুবেল(২৩),সাত্তার খানের ছেলে মাসুদ(৩০)। গত বুধবার থেকেই অভিযুক্ত সবাই আতœগোপনে রয়েছেন বলে জানান শাইনপুকুর তদন্ত কেন্দ্রের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো.আলী আকবর।নিহত মো.ফয়সাল হোসেন উপজেলার মুকসুদপুর ইউনিয়নের শান্তিনগর…

বিস্তারিত