হোটেলে কিশোরী ধর্ষণ, আসামির যাবজ্জীবন

হোটেলে কিশোরী ধর্ষণ, আসামির যাবজ্জীবন

ব‌রিশা‌লে কিশোরী ধর্ষণের দা‌য়ে আসামি সা‌য়েম আলম মিমু‌কে যাবজ্জীবন এবং আত্মহত্যার প্ররোচনার দা‌য়ে ১০ বছ‌রের কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনা‌ল। এ রা‌য়ে স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন ভিক‌টি‌মের পরিমাণ। রোববার (১৩ ডিসেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। ওই আদাল‌তের স্পেশাল পি‌পি অ্যাড‌ভো‌কেট ফয়জুল হক ফ‌য়েজ জানান, ধর্ষণের দা‌য়ে আসামি মিমু‌কে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা জরিমানা, আত্মহত্যার প্ররোচনার দা‌য়ে ১০ বছ‌রের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চু‌রির কারণে ৫ বছ‌রের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা…

বিস্তারিত