উরফির নয়া অ্যাডভেঞ্চার!

উরফির নয়া অ্যাডভেঞ্চার!

উরফি জাভেদ মানেই বিতর্ক, উরফি জাভেদ মানেই আলোচনা। আবার প্রচুর রিয়েলিটি শোতেও তাকে দেখা যায়। আগে অংশ নিয়েছিলেন বিগ বসে। তারপরে কাজ করেছেন বিভিন্ন ধারাবাহিকে। তার ফাঁকে আবার তাকে দেখা গেছে কোনো না কোনো রিয়েলিটে শোয়ে। আবার এসব রিয়েলিটি শোতে উরফির নানা বিতর্ক ঝড় তুলেছে। সম্প্রতি ‘স্প্লিট্সভিলায়’য় দেখা গেল তাকে। যার ফলে উরফিকে ঘিরে নতুন খবর আসছে। রোহিত শেঠির অ্যাডভেঞ্চার শো ‘খাতরো কি খিলাড়ি’র পরবর্তী আকর্ষণ নাকি উরফি। সম্প্রতি নাকি প্রতিযোগী হওয়ার প্রস্তাব গেছে তার কাছে। প্রতিযোগী বাছাই পর্বও নাকি ইতোমধ্যেই শেষ হয়েছে। অবশ্য এ তালিকায় আসলেও উরফি আছে কি…

বিস্তারিত