ফ্রান্সে আটকা ঊর্বশি

ফ্রান্সে আটকা ঊর্বশি

ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে ফ্রান্সে বিক্ষোভে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশি রউতেলা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে এ খবর জানান তিনি নিজেই। সামাজিক মাধ্যমে ঊর্বশি লেখেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত অশান্তি। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।’ নিজের চেয়ে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। ঊর্বশির জন্য দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘দেশে আমাদের পরিবারের সকলে এই অশান্তির…

বিস্তারিত