একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিলেন এক নারী

কথায় বলে, ‘লাখে একটা’। কিন্তু এ ঘটনা এতই বিরল যে, লাখে তো নয়ই। বরং কোটিতে একটা ঘটে কি না সন্দেহ। সোমবার (২০ মে) এ রকমই এক ঘটনার সাক্ষী থাকলেন পোল্যান্ডের ক্রাকউ শহরের ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা। ওই হাসপাতালে এক সঙ্গে ছ’টি শিশুর জন্ম দিলেন এক পোলিশ মহিলা। এরপর থেকেই চিকিৎসা বিজ্ঞানের এই বিরল ঘটনা নিয়ে উচ্ছ্বসিত সে দেশের মানুষজন। এক সঙ্গে ছয়টি বাচ্চার জন্ম বা সেক্সটুপলেটস প্রথমবারের জন্য ঘটল পোল্যান্ডে। এই ঘটনার পর ইউনিভার্সিটি হাসপাতালের মুখপাত্র রিজজার্ড লুটারব্যাচ এক সংবাদ সংস্থাকে বলেছেন, ছয়টি বাচ্চার জন্ম দেওয়া ওই মহিলার বয়স ২৯ বছর।…

বিস্তারিত