অন্যের স্ত্রীকে পটাতে গিয়ে মারপিট, এখন ১২ বছরের জেলের মুখে!

অন্যের স্ত্রীকে পটাতে গিয়ে মারপিট, এখন ১২ বছরের জেলের মুখে!

নৈশ ক্লাবে পপ গায়কের সঙ্গে হাতাহাতির কারণে আরদা তুরানের বিরুদ্ধে ১২ বছরের কারাভোগ চেয়ে অভিযোগপত্র গঠন করেছেন ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলি বার্সেলোনা ছেড়ে ধারে তুরস্কের লিগে গেলেও সংবাদমাধ্যমের শিরোনাম হওয়া থেকে নিজেকে আটকাতে পারেননি আরদা তুরান। তবে ভুল কারণে ভুল কাজ করে। কিছুদিন আগে ইস্তাম্বুলের নৈশ ক্লাবে দেশটির খ্যাতনামা পপ গায়ক বেরকেকে ঘুষি মেরে নাক ভেঙেছিলেন তুরান। তুরস্কের রাষ্ট্রীয় মালিকানাভুক্ত সংবাদমাধ্যম জানিয়েছে, এই কাজের জন্য তুরানের বিরুদ্ধে অভিযোগপত্র তৈরি করেছেন তুরস্কের প্রধান সরকারি কৌঁসুলি। ৩১ বছর বয়সী মিডফিল্ডারের সাড়ে ১২ বছর কারাভোগের শাস্তি চায় সরকারি কৌঁসুলির অফিস। ঘটনাটা গত বৃহস্পতিবারের।…

বিস্তারিত