বাগেরহাটে যমুনার গ্যাসবাহী ট্যাঙ্কার উল্টে বেরচ্ছে গ্যাস, এলাকার লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে

আবু-হানিফ, বাগেরহাট থেকে ঃ বাগেরহাটের রামপালে যমুনা এলপিজি গ্যাসবাহী ট্যাঙ্ক লড়ি রাস্তার পাশে উল্টে পড়ার পর ওই ট্যাঙ্ক লড়ির ট্যাঙ্কারে ফাটল ধরে তা থেকে গ্যাস আশেপাশে ছড়িয়ে পড়ছে। শুক্রবার রাত তিনটার দিকে খুলনা মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া বাসষ্ট্যান্ড এলাকায় সাড়ে ১৭ মেট্রিক টন এলপিজি গ্যাস বোঝাই ট্যাঙ্ক লড়িটি দূর্ঘটনায় পড়ে। ভোর থেকেই দূর্ঘটনাস্থল সোনাতুনিয়া বাসষ্ট্যান্ড এলাকার সকল দোকানপাঠ বন্ধ করে দেয়া হয়েছে। ছড়িয়ে পড়া এলপিজি গ্যাসে যাতে ওই এলাকায় বড় কোন দূর্ঘটনা ঘটতে না পারে সেজন্য মাইকিং করে জনসাধারনকে এলাকা ছেড়ে যেতে ও আগুন না জ¦ালাতে বলা হচ্ছে।…

বিস্তারিত