কটিয়াদীর কুড়িখাই মেলা চারশ বছরের ঐতিহ্য

কটিয়াদীর কুড়িখাই মেলা চারশ বছরের ঐতিহ্য

মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি ; কিশোরগঞ্জের কটিয়াদীতে শুরু হয়েছে চারশ বছরের ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। এরই মধ্যে এলাকায় চলছে ঈদের আমেজ। শাহ শামসুদ্দিন বুখারির (রহঃ) মাজারের ওরশকে ঘিরে করা হয় এ আয়োজন। ধর্মীয় উৎসব হলেও এতে অংশ নেয় সর্বস্তরের মানুষ। মেলার অন্যতম আকর্ষণ হলো মাছের হাট। মাছ ছাড়াও সাতদিন জুড়ে বেচাকেনা হয় কাঠের আসবাবপত্রসহ বিভিন্ন ধরণের সামগ্রী। সবমিলিয়ে কয়েক কোটি টাকার বাণিজ্য হয় এ মেলায়। তবে মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে, শেষ দুদিনের বউ মেলা। ওই দু’দিন এলাকার নারীরা মেলায় গিয়ে কেনাকাটা ও আমোদ প্রমোদ করে। সবকিছুতে থাকবে নারীদের প্রাধান্য। নাইওর আসছে…

বিস্তারিত