‘কোনো অভিনেতাকে বিয়ে করতে চাই না’

তাপসী পান্নু বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন। তারকার সন্তান না হয়েও বলিউডে নিজের জায়গা করে নিয়েছেন। ১৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘মনমর্জিয়া’। এ উপলক্ষে তাপসী পান্নুর সাক্ষাৎকার নিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি। কথায় কথায় জানালেন, তিনি কোনো নায়ককে বিয়ে করতে চান না। রণবীর কাপুরের প্রতি যে ভালো লাগা ছিল, সাক্ষাৎকারে সেটাও এড়িয়ে গেলেন তাপসী। অনুরাগ কাশ্যপ পরিচালিত মনমর্জিয়া ছবিতে তাপসী পান্নুর চরিত্রের নাম ‘রুমি’। নিজের চরিত্রটি নিয়ে তাপসী বলেন, ‘আমি ৭০ ভাগ রুমির মতো। আমিও মনের কথা শুনি। আমি আমার ক্যারিয়ারের সব সিদ্ধান্ত নিজেই নিই।’ তাহলে কি নিজের…

বিস্তারিত