ব্রাজিলিয়ান কৌতিনিওকে কম দামে কিনতে চায় মার্টিনেজের দল

ব্রাজিলিয়ান কৌতিনিওকে কম দামে কিনতে চায় মার্টিনেজের দল

বার্সেলোনায় নিজের ছায়া হয়েই ছিলেন ফেলিপে কৌতিনিও। ব্রাজিলিয়ান সেই তারকাই মাঝ মৌসুমে ধারে পাড়ি জমিয়েছেন অ্যাস্টন ভিলায়। সেখানে গিয়ে যেন নিজেকে নতুন করে চেনাচ্ছেন তিনি। গোল করছেন, করাচ্ছেনও সমান তালে। তাতে মুগ্ধ হয়েই এবার তাকে পাকাপাকিভাবে দলে চাইছে এমিলিয়ানো মার্টিনেজদের দল। তবে সেজন্যে বার্সার কাছ থেকে কিছুটা মূল্যছাড় আশা করছে ক্লাবটি। বার্সেলোনায় আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচে খেলেছেন তিনি, তখন বার্সেলোনার হয়ে গোল করেছেন মাত্র দুটো। জানুয়ারির দলবদলে ইংলিশ লিগে ফিরতেই যেন নতুন প্রাণের সঞ্চার হয়েছে তার মাঝে। অ্যাস্টন ভিলায় খেলেছেন মাত্র তিন ম্যাচ, তাতেই দুটো…

বিস্তারিত