গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শরিফুল ইসলাম (২৭) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত শরিফুল গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার মৃত মোমিনুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে সাদুল্যাপুরের বনগ্রাম ইউনিয়ন পরিষদ সংলগ্নস্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল ইসলাম তুলসীঘাট হতে ভ্যান চালিয়ে সাদুল্যাপুর উদ্দেশ্যে রওনা হয়। বনগ্রামে পৌছলে ভ্যান গাড়িটি খাদে পড়ে যায়। এসময় শরিফুল ইসলাম ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। তাকে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়েছে। এমনটা জানিয়েছে তার উদ্ধারকারীরা।

বিস্তারিত