গান আলাপনে ঝিলিক-বিন্দু কণা

বিটিভির নিজস্ব এবং নিয়মিত অনুষ্ঠান ‘গান আলাপন’। ইকবাল খন্দকারের গ্রন্থনা ও উপস্থাপনায় নির্মিত এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীগণ। তারই ধারাবাহিকতায় এবার অতিথি হয়ে এসেছেন সংগীতশিল্পী ঝিলিক এবং বিন্দু কণা। তারা কথা বলেছেন নিজেদের গাওয়া জনপ্রিয় কিছু গান এবং গানগুলোর ভিডিও সম্পর্কে। আর তাদের আলাপচারিতার ফাঁকে ফাঁকে থাকছে সেইসব ভিডিওর সম্প্রচার। সৈয়দা ফারহানা হাসানের প্রযোজনায় ‘গান আলাপন’ এর এই পর্বটি বিটিভিতে প্রচার হবে আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘একটা সময় ছিল, যখন আমরা গান বলতে কেবল শোনার উপযোগী গানকেই বুঝতাম। অর্থাৎ ক্যাসেটের…

বিস্তারিত