নান্দিশের সঙ্গে সম্পর্কের মাঝেই গর্ভপাত, জানালেন রেশমি!

টেলিভিশনের জনপ্রিয় মুখ তারা। উতরণ-এর সময় থেকেই শ্যুটিং ফ্লোরে তাদের সম্পর্কের সূত্রপাত। উতরণ-এর সেটে প্রথম ভাললাগা এরপর একে অপরের সঙ্গে সময় কাটানো, তারপর সাতপাকে বাঁধা পড়া। এভাবেই শুরু হয় রেশমি দেশাই এবং নান্দিশ সান্ধুর একসঙ্গে পথ চলা। যদিও রেশমি এবং নান্দিশের সেই একসঙ্গে পথচলা বেশদিন স্থায়ী হয়নি। বিয়ের ৪ বছরের মধ্যেই রেশমি এবং নান্দিশের বিচ্ছেদ হয়ে যায়। রেশমি দেশাইয়ের সঙ্গে নান্দিশ সান্ধুর বিচ্ছেদের কারণ কী? যা নিয়ে এক সময় জোর জল্পনা শুরু হয়ে যায় টেলি দুনিয়ায়। রেশমি অভিযোগ করেন, বিয়ের পরও নান্দিশের সঙ্গে একাধিক মহিলার সম্পর্ক ছিল। মহিলা বন্ধুদের নিয়ে…

বিস্তারিত