টরোন্টোতে গোলাগুলিতে কয়েকজন হতাহত

কানাডার টরন্টোতে গোলাগুলির ঘটনায় কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। এছাড়া হামলাকারী মারা গেছে বলে স্থানীয় পুলিশ এএফপি’কে নিশ্চিত করেছে। টরন্টোর গ্রিকটাউন এলাকায় স্থানীয় সময় রোববার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারী নিজের গুলিতে মারা যাওয়ার আগে পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোড়ে। হামলকারী ব্যক্তি কমপক্ষে ২০টি গুলি ছোড়ে এবং কয়েকবার বন্দুকে গুলি ভরায়।

বিস্তারিত