টিভি অভিনেতা থেকে বলিউড তারকা

টিভি অভিনেতা থেকে বলিউড তারকা

আশির দশকের আগ পর্যন্ত বিনোদনের একমাত্র মাধ্যম ছিল সিনেমার পর্দা। তখন বলিউড অথবা আঞ্চলিক সিনেমার সুপারস্টাররা ভিনগ্রহের মানুষ ছিলেন। তবে আশির দশকের শুরু থেকে ভারতীয় টেলিভিশনের নয়া আবির্ভাবের পর থেকে নতুন করে পথ চলা শুরু হল। টেলিভিশনে শুরু হল একেরপর এক নতুন অনুষ্ঠান।   নতুন নতুন সিরিয়াল মন জয় করে নিল আমজনতার। আর একইসঙ্গে সিনেমার পর্দার বাইরেও নতুন নতুন তারকার জন্ম দিল ভারতীয় টেলিভিশন। শাহরুখ খান, বিদ্যা বালনের মতো তারকারা ভারতীয় টেলিভিশন থেকে উঠে এসেই বলিউড মাত করেছেন। এদের মতোই আরও তারকা রয়েছেন যারা টেলিভিশন থেকে গিয়ে সেলুলয়েডের পর্দায় তাদের…

বিস্তারিত