ডিমলায় ফেন্সিডিল সহ ৪মাদক ব্যবসায়ী গ্রেফতার

ক্রাইম রিপোর্টার নীলফামারী ॥ নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই দোহলপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড (বিজিবি)ও ডিমলা পুলিশের যৌথ অভিযানে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । এ সময় মাদক ব্যবসায়ীরা ১৫০ বোতল ফেন্সিডিল তিস্তা নদীতে ফেলে দিলে বিজিবি ও পুলিশ সেখান হতে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেও ১৪২ বোতল ফেন্সিডিল নদীতে ভেসে যায় প্রেফতারকৃতদের বুধবার বিকেলে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে ।তারা হলেনঃ- উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ফুলছড়ি পাড়ার বাসিন্দা সহীদ উদ্দিনের ছেলে কামাল ইসলাম(২২),একই এলাকার মফিজুর রহমানের ছেলে রহুল আমিন(২৭),আমুদ্দির ছেলে মনজুরুল ইসলাম(২৫), মৃত মোতালেব হোসেনে ছেলে মনির উদ্দিন(২৬)। জানা গেছে, পূর্বছাতনাই  এলাকায় নৌকায় করে তিস্তা নদীর ওপার…

বিস্তারিত