ঢাকা ওয়াসার ৮ উপ-সহকারী প্রকৌশলীকে বদলি

কর্তৃপক্ষের কাজের স্বার্থের কথা জানিয়ে ৮ উপ-সহকারী প্রকৌশলীকে বিভিন্ন জোন, বিভাগ ও প্রকল্পে বদলি করেছে ঢাকা ওয়াসা। শুক্রবার (২৬ আগস্ট) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে।  ঢাকা ওয়াসার সচিব প্রকৌশলী শারমিন হক আমীর এ বিষয়ে এক অফিস আদেশ জারি করে তাদের বদলি করেন। তিনি জানান, বদলি করার আগে ওই ৮ উপ-সহকারী প্রকৌশলী ওয়াসার প্রশাসন বিভাগ ১ -এ দায়িত্বে ছিলেন। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। রিক্তা আক্তারীকে মডস জোন ৯, রাইফুল ইসলামকে মডস জোন ৬, রাফেজ আহমেদকে সিএম বিভাগ, রাইহান আলীকে সংগ্রহ…

বিস্তারিত