তৈমুরের পছন্দের মেন্যু কী, জানালেন কারিনা

তৈমুরের পছন্দের মেন্যু কী, জানালেন কারিনা

গেল ফেব্রুয়ারিতে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর খান।  দুই সন্তানকে ঘিরে তার ঘরে এখন খুশির ফোয়ারা। পতেৌদি পরিবারে উচ্ছ্বাসের শেষ নেই।  দ্বিতীয়বার মা হওয়ার পরই স্বাভাবিক ছন্দে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি ‘স্টার ভার্সেস ফুড’ অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।  এই শো-তে তিনি রান্নাবান্না করেছেন। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম শুটিং।  শো চলাকালে কারিনাকে নানা বিষয়ে প্রশ্ন করা হয়। আর তিনি মজা করে সেসবের জবাব দিয়েছেন। এই শোতে উঠে এসেছিল কারিনার দুই সন্তানের কথা। এদের পছন্দের খাবার সম্পর্কে বলেন মা কারিনা। ছোট সন্তান সম্পর্কে তিনি বলেন, ‘একজন তো…

বিস্তারিত