দাগানভূঞায় টায়ার পুড়িয়ে তৈরী হচ্ছে তেল ; হুমকির মুখে জীবনমান

দাগানভূঞায় টায়ার পুড়িয়ে তৈরী হচ্ছে তেল ; হুমকির মুখে জীবনমান

ফেনী প্রতিনিধি:- অনুমোদন ছাড়াই ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্করে দীর্ঘদিন যাবত  টায়ার পুড়িয়ে তেল তৈরী করছে আহম্মেদ ট্রেড কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান। যদিও শুরুর দিকে কারখানাটি গড়ে উঠে প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ভাংচুর করে তা অন্যত্র বিক্রি করার উদ্দেশ্যে। কিন্তুু সময়ের সাথে তা অনুমতিহীন তেল কারখানায রুপান্তর লাভ করে। স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কাছে অভিযোগ দিয়েও পাচ্ছেনা কোন প্রতিকার। এ নিয়ে আত্র অঞ্চলের মানুষদের মাঝে করছে ক্ষোভের বিরাজ। স্থানীয় সূত্র জানায়, ২০১৪ সালের দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নিকটবর্তী জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামে এইচ.এম রহমান ফিলিং স্টেশন সংলগ্ন…

বিস্তারিত