দাদার ফাঁদে নাতনী

‘কী করে মেয়ের এমন অপবাদ সইব। মেয়েটা যে সম্মান নিয়েও মরতে পারল না। কলঙ্ক মাথায় নিয়ে চলে গেল। ওর সম্মান ফিরিয়ে দিতে পারবে কেউ? বিয়ে ভেঙে গিয়েছিল মেয়েটার। এমন কষ্টের মধ্যেই পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে আমার কলিজার টুকরাকে আবার পুলিশের কাছে সোপর্দ করে গ্রামবাসী। তদন্ত ছাড়াই মামলা দিল পুলিশ। এতো অপমান সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেছে মেয়েটা। তবু কারোর ওপর কোনো ক্ষোভ নেই। মামলা না করেই লাশ এনেছি। মামলা করলে কে আমাদের নিয়ে দৌড়াদৌড়ি করবে। যেখানে তিন বেলার খাবার জোটাতেই হিমশিম খেতে হয়, সেখানে এতো ঝামেলা কীভাবে সামলাবো।’ রাজধানীর…

বিস্তারিত