নায়করাজের স্মরণে তিন নায়িকা

১৯৪২ সালের ২৩ জানুয়ারি জন্মেছিলেন নায়করাজ রাজ্জাক। আজ ৭৯তম জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে স্মৃতিচারণা করলেন চলচ্চিত্র দুনিয়ার তাঁর তিন সঙ্গী অভিনয়শিল্পী কবরী, ববিতা ও শাবানা। সেই দিনগুলো যদি আবার ফিরে আসত কবরী রাজ্জাকের সঙ্গে আমার লম্বা সফর। গাড়িতে যেতে যেতে কত গল্প হতো। তবে বেশির ভাগই ছিল সিনেমা নিয়ে। মাঝেমধ্যে আমরা পরিচালককে ফাঁকি দিয়ে হারিয়ে যেতাম। রাঙামাটি, বান্দরবানে। আমি ভাবতাম, পরিচালককে না বলে এলাম, ঠিক হলো কি না। রাজ্জাক বলত, ‘ধুর, রাখ তো! আমাদের কখনো আলাদাভাবে আনন্দ করার সময়ই হয়ে ওঠে না!’ আমি অবাক হতাম। রাজ্জাক যখন বলতেন, ‘জীবন কি…

বিস্তারিত