‘নিচু জাতে’ বিয়ের কারণে মেয়েকে জীবন্ত পোড়ালেন বাবা!

নীচু জাতের ছেলেকে বিয়ে করার অপরাধে মেয়েকে জীবন্ত পুড়িয়ে তার হাঁড়গোড় খালে ফেলে দিয়েছেন বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। এ ঘটনায় আবারও প্রমাণ হলো ভারতে অনার কিলিংয়ের মতো অপরাধ বহাল তবিয়তেই আছে। অভিযুক্ত বাবাসহ পরিবারের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবরে এ তথ্য জানানো হয়েছে। তেলেঙ্গানার পুলিশ কমিশনার পি. সত্যনারায়ণ জানান, তেলেঙ্গানার কালামাদুগু গ্রামের বাসিন্দা যাদব বর্গের পি. অনুরাধার (২২) সঙ্গে চার বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল পদ্মশালী বর্গের লক্ষ্মণের। কয়েক মাস আগে বিষয়টি জানার পর অনুরাধার পরিবারের লোকজন তাকে ও লক্ষ্মণকে মারধর করে। চলতি ডিসেম্বরের…

বিস্তারিত