পরপর ৩ আঘাতে ধুঁকছে নিউজিল্যান্ড

পরপর ৩ আঘাতে ধুঁকছে নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের সামনে টার্গেট ২৭২। খালি চোখে খুব বড় স্কোর মনে না হলেও ক্রাইস্টচার্চের হাগলি ওভালে যদি আজ কিউইদের জিততে হয় তাহলে তা হবে রেকর্ড। অর্থাৎ এর আগে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড স্কটল্যান্ডের। ২০১৪ সালে কেনিয়ার করা ২৬০ রান টপকে জয় পেয়েছিল স্কটিশরা। ফলে আজ জিততে হলে এ মাঠের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়তে হবে নিউজিল্যান্ডকে। কিন্তু শুরুতেই যে হোঁচট খেল স্বাগতিকরা। ১১ ওভারে ৫৩ রান তুলতেই ৩ উইকেট নেই তাদের। তবে কি বোলিং এ ডানেডিনের পুনরাবৃত্তি ঘটতে পারবে বাংলাদেশ? ব্যাটিং এ নেমে খুব একটা সুবিধা করতে পারেনি কিইউরা।…

বিস্তারিত