প্রেগনেন্সিতে কি আনারস নিরাপদ?

আমাদের দেশে প্রেগন্যান্সি(গর্ভাবস্থা) সম্পর্কে যতগুলো কথা প্রচলিত আছে তার মধ্যে অন্যতম হলো গর্ভবতী মা নাকি আনারস খেতে পারবেন না কারণ এতে এবোরশন হবার ঝুঁকি বেড়ে যায়। যুক্তরাজ্য ভিত্তিক মা ও শিশু বিষয়ক সংস্থা ইউকে বেবি সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়, গর্ভাবস্থায় আনারস খাওয়া সম্পূর্ণ নিরাপদ। এতে করে এবোরশনের কোনো প্রমান বিজ্ঞানীদের হাতে এই মুহুর্তে নেই। অন্যান্য অনেক ফলের মতো এটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং অনেক বেশি ফাইবার থাকায় গর্ভাবস্থার কোষ্ঠ কাঠিন্য দূর করে। আনারসে ব্রোমিলিন নামের এক ধরনের উপাদান রয়েছে যা পূর্বে এবোরশনের জন্য ব্যবহার করা হতো কিন্তু একটি আনারসে এর…

বিস্তারিত