বাংলাদেশে প্রথম টিউলিপ ফুটলো শ্রীপুরে

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় একখণ্ড ফসলি জমিকে ঘিরে এখন স্থানীয়দের ভিড়। স্থানীয় এক দম্পতির প্রচেষ্টায় বাংলাদেশের প্রথম টিউলিপ ফুলের বাগান গড়ে উঠেছে সেখানে। বিশ্বব্যাপী জনপ্রিয় ফুল টিউলিপ। বর্তমানে বাংলাদেশে প্রায় এক হাজার টিউলিপ ফুলের মালিক কেওয়া দক্ষিণখান গ্রামের শেলি এবং তার স্বামী দেলোয়ার হোসেন। গত বছর ডিসেম্বরের শেষদিকে শেলি-দেলোয়ার দম্পতি টিউলিপের এক হাজার বাল্ব রোপণ করেছিলেন। বাল্বগুলোর প্রত্যেকটি ২২ দিনের মধ্যে একেকটি টিউলিপের চারায় পরিণত হয়েছে। প্রায় ১৫ বছর ধরে ফুল চাষ করেন দেলোয়ার ও শেলি। বিদেশি ফুল চাষ করা যায় কিনা চেষ্টা করে দেখতে তারা শুরুতে গ্লাডিওলাস…

বিস্তারিত