বিয়ন্সে একাই সব

ফ্যাশন সাময়িকী ভোগ-এর সেপ্টেম্বর ২০১৮ সংখ্যার প্রচ্ছদকন্যা হয়েছেন সংগীতশিল্পী বিয়ন্সে। শুধু প্রচ্ছদকন্যাই হননি; প্রচ্ছদের লেখা, ছবি তোলার নির্দেশনা, ছবির ক্যাপশন, লেখা সম্পাদনা—সবকিছুই করেছেন তিনি নিজে। ভোগ সাময়িকীর সঙ্গে এমন চুক্তিই ছিল তাঁর। স্বাধীনভাবে কাজ করবেন তিনি, বলবেন মনের সব অব্যক্ত কথা। ভোগ-এর এই সংখ্যায় উঠে এসেছে বিয়ন্সের শারীরিক পরিবর্তন, মা হওয়া এবং জীবনের নানা দিক। ধারণা করা হচ্ছে, এটি হতে যাচ্ছে এ বছরের ভোগ সাময়িকীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা। কারণ, বিয়ন্সে তাঁর জীবনের নানা দিক ও তাঁর নিজস্ব দর্শন নিয়ে বলেছেন এ সংখ্যায়—কথাগুলো লিখেছেন নিজেই। শুধু তা-ই নয়, বিয়ন্সে তাঁর ছবি…

বিস্তারিত