বেনজেমা বিশ্বকাপের দুঃখ ভুললেন জোড়া গোলে

বেনজেমা বিশ্বকাপের দুঃখ ভুললেন জোড়া গোলে

চোট বিশ্বকাপটাই শেষ করে দিয়েছিল কারিম বেনজেমার। খেলতে পারেননি একটা ম্যাচেও। যদিও গুঞ্জন ছিল, বিশ্বকাপের শেষ আট থেকেই খেলার মতো অবস্থায় চলে এসেছিলেন তিনি। সে নিয়ে জলঘোলাও কম হয়নি। বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবল ফিরে এসেছে আবার। বেনজেমা-জাদুরও শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। সাত মিনিটের ব্যবধানে করেছেন জোড়া গোল তাতেই রিয়াল মাদ্রিদ পেয়ে গেছে ২-০ গোলের স্বস্তির এক জয়। ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা ফ্রান্সের এবারের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু উরুর চোট তার পথ আগলে দাঁড়ায়, বিশ্বকাপটা শুরুর আগেই শেষ হয়ে যায় তার। ফাইনালের আগে গুঞ্জন ছিল তার খেলার। তবে…

বিস্তারিত