ব্রাজিল দলে আলভেজের বদলে ফ্যাগনার

ব্রাজিল দলে আলভেজের বদলে ফ্যাগনার

সোমবারই রিও ডি জেনিরোয় ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ তিতে। চোটগ্রস্ত দানি আলভেজের বদলে দলে আসছেন ফ্যাগনার। থাকতে পারেন ম্যানচেস্টার সিটির দানিলো। দানি আলভেজ খেলতে পারবেন না। দুর্ভাগ্যের এক চোট শেষ করে দিয়েছে ব্রাজিলীয় তারকার বিশ্বকাপ-স্বপ্ন। তবে নিজেদের ষষ্ঠ বিশ্বকাপের স্বপ্নটা চোখে নিয়ে কোচ তিতে আজই ঘোষণা করবেন রাশিয়া বিশ্বকাপের জন্য ব্রাজিল দল। ইএসপিএন জানিয়েছে, আলভেজের জায়গায় তিতের দলে ঢুকছেন করিন্থিয়ানসের রাইট ব্যাক ফ্যাগনার। এ ছাড়া দলে আসতে পারেন ম্যানচেস্টার সিটির দানিলো। ফ্যাগনার অবশ্য গত এপ্রিল থেকে তাঁর ডান ঊরুর চোটে ভুগছিলেন। ব্রাজিলীয় ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপের আগেই ফ্যাগনার…

বিস্তারিত