ভক্তদের কাঁদিয়ে আকাশে উড়াল দেয়া সেই কিংবদন্তির আজ জন্মদিন

গত বছরের এই দিনে শেষ জন্মদিন উদযাপন করেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। এদিন তিনি বলেছিলেন- ‘এমন কিছু গান করতে চাই, যা আগে কখনও করিনি। এই গানগুলো নিজে লিখব, সুর করব ও গাইব।’ তবে তা আর হয়ে উঠল না। ঠিক দুই মাস পর আইয়ুব বাচ্চু পৃথিবী ছেড়ে ওপারে চলে গেলেন হঠাৎ করেই। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরে জন্ম হয় আইয়ুব বাচ্চুর। মা-বাবার আদরের ছেলে ছিলেন তিনি। আর সব কিশোরের মতো গতানুগতিক নিয়মে জীবনটা চালিয়ে নেয়ায় ছিলেন না তিনি। কিছু একটা করে দেখানোর অদম্য স্পৃহা কাজ করত তার সবসময়ই। যে…

বিস্তারিত