ভারতের উত্তর প্রদেশে বন্যায় ১৬ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বন্যায় দুই দিনে ১৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার ও রোববারের টানা বৃষ্টিপাতে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খবর এনডিটিভির উত্তর প্রদেশের ১৬টি জেলায় বন্যায় আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে বিমান বাহিনী। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যের শাহাজাহানপুর জেলা। সেখানে মারা গেছেন ৬ জন। ললিতপুর ও ঝাঁসিতে আটকে পড়া ১৪ জনকে উদ্ধার করেছে বিমান বাহিনী। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সীতাপুর জেলায় তিনজন, আমেঠী ও অরাইয়া জেলায় চার জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৪৬১টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রাজ্যে এখনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বিস্তারিত