ভেজা মৌসুমে ত্বকের যত্ন

গরম, আর্দ্রতা সঙ্গে বৃষ্টি- মিশ্র এই মৌসুমে ত্বকের জন্য চাই বাড়তি যত্ন। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে মৌসুমি আবহাওয়ায় ত্বকের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে জানানো হলে। তেল ভিত্তিক প্রসাধনী ব্যবহার না করা এমন আবহাওয়ায় হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তেল ভিত্তিক প্রসাধনীর পরিবর্তে পানি নির্ভর প্রসাধনী ব্যবহার করুন। বিশেষত, যাদের ত্বক তৈলাক্ত ও উন্মুক্ত ‘পোরস’ বা লোমকূপের সমস্যা আছে তারা  ভারী ক্রিম ব্যবহার করলে তা লোমকূপ আটকে ‘ব্ল্যাক হেডস’ ও ‘ব্রেক আউট’য়ের সৃষ্টি করে। হালকা উপাদান যেমন- হায়ালোরনিক অ্যাসিড সমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করা উচিত। মেইকআপের ক্ষেত্রেও তেল মুক্ত ও ‘নন-কমেডোজেননিক’…

বিস্তারিত