মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গঙ্গাস্নানে মানুষের ঢল

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে গঙ্গাস্নানে মানুষের ঢল

মানিকগঞ্জ শহরের পৌরসভার কালিগঙ্গা নদীর বেউথা ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নানে ঢল পড়েছে। অষ্টমী তিথি অনুসারে সকাল ৬টা থেকে স্নান শুরু হয়ে চলে ৯টা ৫৫মিনিট পর্যন্ত। এতে ফুল, ফল, কলা, বেল পাতাসহ চন্ডী পাঠ করে নিজেদের পাপ মোচন, মনের আশা পূরণ, নিজেকে পবিত্র ও পুণ্যলাভের আশায় সনাতন ধর্মাবলম্বী ভক্তরা গঙ্গার স্নানে অংশ নেয়। নদীর পাড়ে অস্থায়ী মন্দিরেও চলছে দিনব্যাপী গঙ্গা পূজা। চৈত্র সংক্রান্তির শিবপূজাও চলছে নদীর তীরেই। বসানো হয়েছে দেল ঠাকুরও।   আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দিলীপ কুমার রাজবংশীর সভাপতিত্বে এই গঙ্গাস্নান উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী…

বিস্তারিত