মানিকগঞ্জে আধ্যাত্মিক ক্ষমতার নামে অপচিকিৎসা, প্রতারণা

পক্ষাঘাত (প্যারালিসিস), বাক্প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধীসহ সব ধরনের রোগের ‘চিকিৎসা’ করেন তিনি। রোগীকে সুস্থ করে দেওয়ার চ্যালেঞ্জ করেন। সন্তানহীন নারীকে সন্তান পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দেন। পানিপড়া, তেলপড়া, বিশেষ ধরনের মলম আর রোগীর কানে কানে কিছু একটা বলে চলছে তাঁর ‘চিকিৎসা’। অথচ এই ‘সর্ব রোগের চিকিৎসকই’ কি না তাঁর স্ত্রীর চিকিৎসা করিয়েছেন হাসপাতালে। তিনি হলেন আধ্যাত্মিক ক্ষমতার দাবিদার বেলাল পাগলা। হাজার হাজার মানুষ বিশ্বাস করে বেলাল পাগলার কাছে আসছে ‘চিকিৎসা’ নিতে। তিনি হাতিয়ে নিচ্ছেন টাকা। স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা বলছেন, এটা অপচিকিৎসা, প্রতারণা। বেলাল পাগলার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামে। নিজ বাড়িতে…

বিস্তারিত