মা আমাদের আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছেন

মা আমাদের আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছেন

আর পাঁচজন নায়িকার থেকে কাজল সম্পূর্ণ আলাদা। সবার কাছে তিনি যেন পাশের বাড়ির দুষ্টু মিষ্টি মেয়েটি। ২৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে কাজলের ছবির সংখ্যা আহামরি কিছু নয়। তবু সবার মনে জায়গা করে আছেন এই বলিউড সুন্দরী। আগামীকাল মুক্তি পাচ্ছে কাজল অভিনীত ছবি হেলিকপ্টার ইলা। প্রদীপ সরকার পরিচালিত এই ছবিতে তাঁকে দেখা যাবে এক কিশোরের ‘সিঙ্গল মাদার’ হিসেবে। ‘সান এন স্যান্ড’ হোটেলে বলিউডের দাপুটে অভিনেত্রী কাজলের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। এই আড্ডায় ‘নায়িকা’ কাজল নন, ‘মা’ কাজল কথা বললেন। প্রশ্ন: অনেক দিন পর আবার পর্দায় আসছেন। ‘হেলিকপ্টার ইলা’ ছবিটি…

বিস্তারিত